Breaking News
Home / উচ্চশিক্ষা / বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি-(BUBT)

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি-(BUBT)

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি-(BUBT) হচ্ছে বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়।যে সব বিশ্ববিদ্যালয় সরকার দ্বারা পরিচালিত হয় না তাদের বেসরকারি বিশ্ববিদ্যালয় বলে। এধরনের বিশ্ববিদ্যালয় সাধারণত সরকার থেকে আর্থিক সাহায্য পায় না।নর্থ আমেরিকা ইউনিভার্সিটির পাঠদান পদ্ধতি এখানে অনুসরন করা হয়, যা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক স্বীকৃত। ঢাকা কমার্স কলেজ কর্তৃক বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় এবং এটি পরিচালিত হয় ঢাকা কমার্স কলেজের ট্রাস্টি বোর্ড, প্রিন্সিপাল এবং চেয়ারম্যানসহ অন্যান্য গভর্নিং বডির মেম্বার দ্বারা তৈরী সিন্ডিকেটের মাধ্যমে।

 

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (BUBT)

বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিদের মধ্যে পড়াশোনায় সর্বাধিক শীর্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) যা বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের (UGC) অনুমোদন প্রাপ্ত উন্নতমানের বিশ্ববিদ্যালয়।

নীতিবাক্য: একাডেমিক শ্রেষ্ঠত্বে প্রতিশ্রুতিবদ্ধ
ধরনঃ বেসরকারি বিশ্ববিদ্যালয়
স্থাপিতঃ ২০০৩
উপাচার্য : প্রফেসর ড. মোহাম্মদ ফৈয়াজ খান
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গঃ
সংক্ষিপ্ত নাম: বিইউবিটি
আচার্য: রাষ্ট্রপতি আব্দুল হামিদ
অবস্থানঃ
মিরপুর, ঢাকা, বাংলাদেশ
২৩.৮১২১১২° উত্তর ৯০.৩৫৭০২৬° পূর্ব
শিক্ষাঙ্গনঃ প্লট # ৭৭-৭৮ সড়ক # ৯ রূপনগর মিরপুর-২, ১২১৬ ঢাকা, বাংলাদেশ।
অধিভুক্তি: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইটঃ www.bubt.edu.bd

 ইতিহাস

এটি ২০০৩ সালে প্রতিষ্ঠিত। বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ইউজিসি অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০০৩ অনুসারে এটি প্রতিষ্ঠিত হয়। প্রথম দিকে কমার্স কলেজের ভবনে শিক্ষাও কার্যক্রম শুরু করলেও বর্তমানে বিশ্ববিদ্যালয়টি তাদের পাঠদান কার্যক্রম তাদের নিজস্ব স্থায়ী ক্যাম্পাস রূপনগর আ/এ তে পরিচালনা করছে।

অবস্থান

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি এর স্থায়ী ক্যাম্পাসটি রূপনগর, মিরপুর-২, ঢাকা-১২১৬-এ তিনটি প্রশস্ত ভবন এবং উচ্চ শিক্ষার জন্য সমস্ত সুবিধা সহ অবস্থিত। এছাড়াও বেরিবাধ সংলগ্ন সুবিশাল মাঠ রয়েছে শিক্ষার্থীদের খেলাধুলার মনন বিকাশের জন্য, যা ক্যাম্পাস থেকে ১৫-২০ মিনিট দূরে অবস্থিত।

বিস্তারিত দেখুন গুগল ম্যাপে

যোগাযোগের ঠিকানা হল-

  • বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি
  •  রূপনগর মিরপুর-২, ১২১৬ ঢাকা, বাংলাদেশ।
  • যোগাযোগ : 01190658100. 01819430430.
  • ইমেইল : info@bubt.edu.bd , info.bubt@ymail.com
  • ওয়েবসাইট :  www.bubt.edu.bd

বিইউবিটি এর অনুষদ এবং বিভাগ সমূহ

১.কম্পিউটারবিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
২. কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল
৩. তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল
৪. টেক্সটাইল প্রকৌশল এবং
৫. পুরকৌশলে স্নাতক
৬. এবং এ ছাড়াও এই অনুষদে গণিতে স্নাতকোত্তর করা যায়।

ব্যবসা এবং সামাজিক বিজ্ঞান বিভাগ:

১.মাস্টার্স অব ব্যাংক ম্যানেজমেন্টট

২.পরিবেশ ও উন্নয়ন অর্থনীতি

৩.বিবিএ

৪.এমবিএ

৫.ইএমবিএ

৬.অর্থনীতি

অর্থনীতিতে স্নাতক ডিগ্রি করার সূযোগ রয়েছে

ক্যাম্পাস

এর স্থায়ী ক্যাম্পাসটি রূপনগর, মিরপুর-২, ঢাকা-১২১৬-এ তিনটি প্রশস্ত ভবন এবং উচ্চ শিক্ষার জন্য সমস্ত সুবিধা সহ অবস্থিত। এটি একটি চমৎকার একাডেমিক পরিবেশে ভাল সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান দ্বারা বেষ্টিত। এর ক্যাম্পাসে ঢাকা শহরের সব জায়গার পাশাপাশি শহরের বাইরে থেকে গাড়ি, বাস, ট্যাক্সি, রিকশা ইত্যাদির মাধ্যমে চমৎকার যোগাযোগের সংযোগ রয়েছে।

বিইউবিটি এর লাইব্রেরী

বিইউবিটি ছাএ ছাএীদের মেদা বিকাশের জন্য লাইব্রেরীর ব্যবস্থা। আপনি চাইলে মেম্বারশিপ নিয়ে লাইব্রেরী থেকে বই বাসায় বা হোস্টেলে নিয়ে পড়তে পারবেন। এবং লাইব্রেরীর মধ্যে সকল বিষয়ের দেশি বিদেশি বুক‌।

 স্কলারশীপ

এখানে গরীব এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে স্কলারশীপের ব্যবস্থাসহ টিউশন ফি থেকে বিশেষ ছাড় প্রদান করা হয়ে থাকে। আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য ২৫% থেকে ১০০% ছাড় সুবিধা পাওয়া যায়।

ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।

About E.H Emon

আস-সালামু আলাইকুম। আমার নাম মোঃ ইমদাদুল হক, এবং আমার ডাকনাম ইমন। আমি ঢাকার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আমি ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর সহকারী প্রতিষ্ঠাতা এবং পরিচালক। সব সময় আমার ইঞ্জিনিয়ার শিক্ষার্থীদের বিভিন্ন ইনফর্মেশন দিতে অত্যন্ত ভালো লাগে। সেই ভালোলাগা থেকেই এই ব্লগের উৎপত্তি।

Check Also

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) একটি সরকারি বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম শহর থেকে ২৫ কিমি দূরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *