Breaking News
Home / উচ্চশিক্ষা / অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় -(ADUST)

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় -(ADUST)

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় -(ADUST) হচ্ছে বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়।যে সব বিশ্ববিদ্যালয় সরকার দ্বারা পরিচালিত হয় না তাদের বেসরকারি বিশ্ববিদ্যালয় বলে। এধরনের বিশ্ববিদ্যালয় সাধারণত সরকার থেকে আর্থিক সাহায্য পায় না।মেধাভিত্তিক ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে সুশীল অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করেছে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। উচ্চশিক্ষার মান নিয়ন্ত্রণে রয়েছে একঝাঁক অভিজ্ঞ শিক্ষক।

 

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় -(ADUST)

শিক্ষার্থী সংখ্যায় নয়, গুণগত মানে এগিয়ে থাকাই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য। প্রকৃত মেধাবী কিন্তু অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ করে দেয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ। মেধাবী, মুক্তিযোদ্ধার সন্তান ও পশ্চাৎপদ অঞ্চলের শিক্ষার্থীদের জন্য রয়েছে বিনা বেতনে বা স্বল্প ব্যয়ে উচ্চশিক্ষার সুযোগ। ছাত্রবৃত্তির ব্যবস্থাও রয়েছে বিশ্ববিদ্যালয়টিতে।

আচার্য: রাষ্ট্রপতি আব্দুল হামিদ
ধরনঃ বেসরকারি বিশ্ববিদ্যালয়
স্থাপিতঃ ২০০৪
উপাচার্য : মোঃ সেকুল ইসলাম
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গঃ ৪৩
রং সমূহ:
প্রতিষ্ঠাতা: ইয়াজউদ্দিন আহম্মেদ
অবস্থানঃ
প্লট-২০৯, সেক্টর-১৫, খানটেক, উত্তরা, ঢাকা, বাংলাদেশ
২৩.৮৬৬৫৫৫৯° উত্তর ৯০.৩৭৮৪৪৮৭° পূর্ব
শিক্ষাঙ্গনঃ শহুরে
অধিভুক্তি: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
সংক্ষিপ্ত নাম: ADUST
ওয়েবসাইটঃ adust.edu.bd

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইতিহাস

দক্ষ ও যোগ্য মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকেই আধুনিক শিক্ষা বিস্তারে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটি স্বতন্ত্র ও অনন্য ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের সৃজনশীল সহপাঠে অভ্যস্তকরণ এবং মেধাবী দরিদ্র ও মুক্তিযুদ্ধা সন্তানদের শিক্ষা প্রদানে পালন করছে বিশেষ দায়িত্ব। শুধু সনদ নয়, শিক্ষার্থীরা যাতে পূর্ণাঙ্গ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে এ বিষয়ে তাদের বিশেষ পরামর্শ দেওয়া হয়।

অবস্থান

আধুনিক ক্যাম্পাসের দিকে নজর দিয়ে কর্তৃপক্ষ গড়ে তুলেছিল একাধিক ক্যাম্পাস। ঢাকার বনানী, পান্থপথ ও পুরানা পল্টনে ছিল তিনটি অস্থায়ী ক্যাম্পাস। কিন্তু ২০১৮ সাল থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এর নির্দেশনা মোতাবেক সেই সব অস্থায়ী ক্যাম্পাস বন্ধ করে। ঢাকার উত্তরায় স্থায়ী ক্যাম্পাসে বর্তমানে তারা তাদের সম্পূর্ণ কার্যক্রম চালাচ্ছে।

বিস্তারিত দেখুন গুগল ম্যাপে

যোগাযোগের ঠিকানা হল-

  • অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • প্লট# ২০৯, সেক্টর# ১৫ (খন্তেক) উত্তরা, ঢাকা-১২৩০
  • যোগাযোগ :+8801787666575-78 ,+8801787666587
  • ইমেইল :info@adust.edu.bd ,admission@adust.edu.bd
  • ওয়েবসাইট : adust.edu.bd

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুষদ এবং বিভাগ সমূহ

কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ ব্যবসায় প্রশাসন অনুষদ বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ টেক্সটাইল অনুষদ জনস্বাস্থ্য বিদ্যালয়
১.ইংরেজি ভাষা বিভাগ ১.ব্যবসায় প্রশাসন বিভাগ ১.কম্পিউটার বিজ্ঞান বিভাগ ১.টেক্সটাইল প্রকৌশল বিভাগ ১.জনস্বাস্থ্যের মাস্টার (এমপিএইচ)
২.আইন বিভাগ ২.কৃষি ব্যবসা বিভাগ ২.কম্পিউটার প্রকৌশল বিভাগ
৩.ইলেক্ট্রনিক ও টেলিযোগাযোগ প্রকৌশল বিভাগ (ইটিই)
৪.তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগ
৫.টেক্সটাইল প্রকৌশল বিভাগ
৬.ফার্মাসি বিভাগ

বিভিন্ন প্রোগ্রাম সমূহ

অস্নাতক প্রোগ্রাম

  • ফার্মাসিতে স্নাতক
  • ইংরেজি কলায় স্নাতক
  • আইন স্নাতক (নিয়মিত)
  • তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশলে স্নাতক
  • টেক্সটাইল প্রকৌশলে স্নাতক
  • ব্যবসায় প্রশাসনে স্নাতক

স্নাতক প্রোগ্রাম

  • ব্যবসায় প্রশাসনে মাস্টার (এমবিএ এবং ইএমবিএ)
  • কৃষিব্যবসার উপর ব্যবসায় প্রশাসনে মাস্টার
  • জনস্বাস্থ্যে মাস্টার (এমপিএইচ)
  • ইংরেজি কলায় মাস্টার
  • এলএল এম (নিয়মিত)

 

ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।

 

About E.H Emon

আস-সালামু আলাইকুম। আমার নাম মোঃ ইমদাদুল হক, এবং আমার ডাকনাম ইমন। আমি ঢাকার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আমি ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর সহকারী প্রতিষ্ঠাতা এবং পরিচালক। সব সময় আমার ইঞ্জিনিয়ার শিক্ষার্থীদের বিভিন্ন ইনফর্মেশন দিতে অত্যন্ত ভালো লাগে। সেই ভালোলাগা থেকেই এই ব্লগের উৎপত্তি।

Check Also

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) একটি সরকারি বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম শহর থেকে ২৫ কিমি দূরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *