Breaking News
Home / পলিটেকনিক / সিটি পলিটেকনিক ইনস্টিটিউট । City Polytechnic Institute

সিটি পলিটেকনিক ইনস্টিটিউট । City Polytechnic Institute

সিটি পলিটেকনিক ইনস্টিটিউট । City Polytechnic Institute বাংলাদেশের অন্যতম  সমৃদ্ধ পলিটেকনিক প্রতিষ্ঠান ।এটি বাংলাদেশে খুলনায় অবস্থিত বৃহত্তম এবং প্রথম বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন এস,কে জাহাঙ্গীর আলমর ।প্রগতি এবং সেবা – মূলমন্ত্রের এই প্রতিষ্ঠানটিতে বর্তমানে ১০ টি টেকনোলজি তে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু আছে।

সিটি পলিটেকনিক ইনস্টিটিউট । City Polytechnic Institute

নীতিবাক্যঃ প্রযুক্তিই প্রগতি
ধরনঃ বেসরকারি
স্থাপিতঃ
২০০৩
চেয়ারম্যান: এস,কে জাহাঙ্গীর আলমর
শিক্ষার্থীঃ ৩০০০
স্নাতকঃ
অবস্থানঃ  খালিশপুর, খুলনা, বাংলাদেশ
২২.৮৪৮০৬৪° উত্তর ৮৯.৫৪২২৪৩° পূর্ব
শিক্ষাঙ্গনঃ শহুরে ,
রঙসমূহঃ সাদা
মাসকটঃ Industrial Building
ওয়েবসাইটঃ cpik.ac.bd

 

সিটি পলিটেকনিক ইন্সটিটিউট ইতিহাস

২০০৩ সালে  সিটি পলিটেকনিক  ইন্সটিটিউটটি প্রতিষ্ঠিত হয়।২০০৩ এর প্রথম দিকে, ফোর্ড ফাউন্ডেশনটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড-এর পাঠ্যক্রমের উপর ভিত্তি করে ৪ বছরের দীর্ঘ কোর্সসহ সিটি পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা প্রতিষ্ঠা করে।

আরো দেখুন

ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট । Daffodil Polytechnic Institute

সিটি পলিটেকনিক ইন্সটিটিউট অবস্থান

খালিশপুর, খুলনা, বাংলাদেশ ২২.৮৪৮০৬৪° উত্তর ৮৯.৫৪২২৪৩° পূর্ব।

বিস্তারিত জানতে গুগোল ম্যাপে দেখুন

সিটি পলিটেকনিকের যোগাযোগ ব্যবস্থা

যোগাযোগের ঠিকানা হল-

  • City Polytechnic Institute
  • Contact :: +8801750154334
  • ১০৩ বিআইডিসি রোড, গাবতলা মোড়, খালিশপুর, খুলনা।
  • Email :info@cpik.ac.bd
  • Website : https://cpik.ac.bd
সিটি পলিটেকনিক ইনস্টিটিউট । City Polytechnic Institute

সিটি পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাস

সিটি পলিটেকনিক  ইনস্টিটিউটে রয়েছে সুন্দর একটি একাডেমিক ভবন ।

সিটি-পলিটেকনিক-ইনস্টিটিউট-।-City-Polytechnic-Institute-

একাডেমিক ভবন

সুবিধাসমূহ

* সিটি পলিটেকনিক ইনস্টিটিউটের আছে পর্যাপ্ত জায়গা নিয়ে নিজস্ব বহুতল ক্যাম্পাস ভবন।

* দূরের ছাত্র ও ছাত্রীদের বসবাসের সুবিধার জন্য রয়েছে ৪০০ আসন বিশিষ্ট আলাদা আলাদা হোস্টেল।

* শিক্ষার্থীদের জন্য রেফারেন্স বই এবং পাঠ সহায়ক অন্যান্য বই নিয়ে সমৃদ্ধ সুবিশাল লাইব্রেরি।

* পাঠদানের জন্য ডিজিটাল ক্লাসরুম, যেখানে প্রোজেক্টরের মাধ্যমে ক্লাস নেয়ার ব্যবস্থা আছে।

* সিসি ক্যামেরার মাধ্যমে ক্যাম্পাসের নিরাপত্তা ও ক্লাস মনিটরিং।

* ক্যাম্পাসে সার্বক্ষনিক ওয়াইফাই সুবিধা।

* সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আরও বিভিন্ন কো-কারিকুলার কর্মকান্ড।

* শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা এবং দক্ষতা বৃদ্ধি নিশ্চিত করার জন্য রয়েছে ট্রেনিং প্রাপ্ত সুদক্ষ ও অভিজ্ঞ শিক্ষক।

* শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি মানসিক ও সৃজনশীলতা বিকাশের জন্য প্রতি বছর আয়োজিত হয় শিক্ষা সফর, বিভিন্ন

* ক্যাম্পাসের পরিবেশ সম্পুর্ণ রূপে রাজনীতি এবং ধূমপান মুক্ত।

ল্যাব এবং ওয়াকসপ

সিটি পলিটেকনিক ইনস্টিটিউটে বিভিন্ন টেকনোলজির ব্যাবহারিক ক্লাসের জন্য রয়েছে বেশ কিছু আধুনিক ল্যাব এবং ওয়ার্কশপ। এর মধ্যে কয়েকটি হল-

সফটওয়্যার ল্যাব

হার্ডওয়্যার ল্যাব

মাইক্রোপ্রসেসর ল্যাব

মাল্টিমিডিয়া ল্যাব

নেটওয়ার্কিং ল্যাব

বেসিক ইলেকট্রনিক্স ল্যাব

ডিজিটাল ইলেকট্রনিক্স ল্যাব

মেকানিক্যাল ল্যাব

অটোমোবাইল ল্যাব

ফাউন্ড্রি ল্যাব

হিট ট্রিটমেন্ট ল্যাব

মেশিন শপ

মেটাল শপ

পাওয়ার শপ

টেস্টিং ওয়েল্ডিং শপ

কটন স্পিনিং ফ্রেম শপ

ওয়েভিং শেড

নিটিং শেড

কোয়ালিটি কন্ট্রোল সেকশন

ডাইং এন্ড প্রিন্টিং সেকশন

গার্মেন্টস সেকশন

প্যাটার্ন মেকিং শপ

সুইং শপ

সিভিল ল্যাব

সিভিল ল্যাব

মেরিন ল্যাব

আর্কিটেকচার ল্যাব

ক্যামিস্ট্রি ল্যাব

ডিপ্লোমা কোর্সসমূহ

বর্তমানে সিটি পলিটেকনিক ইনস্টিটিউটে ১০ টি অনুষদে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু রয়েছে। এগুলো হল-

* কম্পিউটার টেকনোলজি

* ইলেকট্রিক্যাল টেকনোলজি

* আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইনিং টেকনোলজি

* ইলেকট্রনিক্স টেকনোলজি

* মেকানিক্যাল টেকনোলজি

* মেরিন টেকনোলজি

* সিভিল টেকনোলজি

* টেলিকমিউনিকেশন টেকনোলজি

* টেক্সটাইল টেকনোলজি

* গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ন মেকিং টেকনোলজি

কোর্সের সময়সীমা

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার কোর্স চার বছরে হয়ে থাকে।

এছাড়া বিভিন্ন ট্রেড কোর্স ও রয়েছে যেগুলো কারিগরী শিক্ষা বোর্ড থেকে কন্ট্রোল করা হয়। এগুলোকে শর্ট কোর্স ও বলা হয়ে থাকে।

আরো দেখুন

ম্যানগ্রোভ ইনষ্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি । Mangrove Institute of Science and Technology

ভর্তি যোগ্যতা

বাংলাদেশ কারিগরি বোর্ডের নীতিমালা অনুসারে যেকোন বিভাগ থেকে এসএসসি এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সিটি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে পারবে। তবে এক্ষেত্রে শিক্ষার্থীকে উক্ত পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

এছাড়া এসএসসি এবং এইচএসসি তে বিজ্ঞান বিভাগে নূন্যতম জিপিএ ২.৫০ নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০১৬ প্রবিধান অনুযায়ী সরাসরি যেকোন বিভাগে তৃতীয় সেমিস্টারে ভর্তি হতে পারবে।

শিক্ষা ব্যবস্থা

এখানে শিক্ষাবর্ষ আটটি সেমিস্টার নিয়ে গঠিত। একাডেমিক কোর্স পরিচালিত হয় ক্রেডিট সিস্টেমের উপর ভিত্তি করে।

 

ক্লাসের সময়সূচী

সিটি পলিটেকনিক ইন্সটিটিউট-এ ডিপ্লোমা কোর্সের ক্লাসগুলো দুই শিফটে হয়।

  • প্রথম শিফটে ক্লাস হয় সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।
  • দ্বিতীয় শিফটে ক্লাস হয় দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত।

 

ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।

About E.H Emon

আস-সালামু আলাইকুম। আমার নাম মোঃ ইমদাদুল হক, এবং আমার ডাকনাম ইমন। আমি ঢাকার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আমি ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর সহকারী প্রতিষ্ঠাতা এবং পরিচালক। সব সময় আমার ইঞ্জিনিয়ার শিক্ষার্থীদের বিভিন্ন ইনফর্মেশন দিতে অত্যন্ত ভালো লাগে। সেই ভালোলাগা থেকেই এই ব্লগের উৎপত্তি।

Check Also

ইলেকট্রিক্যাল-ইঞ্জিনিয়ারদের-জন্য-কিছু-গুরুত্বপূর্ণ-প্রশ্ন-ও-উওর

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এখন সবাই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *