ম্যানগ্রোভ ইনষ্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি । Mangrove Institute of Science and Technology বাংলাদেশ সরকার অনুমোদিত একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট। এটা বাংলাদেশের প্রথম সারির এবং দক্ষিণবঙ্গের শীর্ষস্থানীয় একটি পলিটেকনিক প্রতিষ্ঠান। এটি সরকার অনুমোদিত একটি RTO ( Registered Training Organization) যা বর্তমানে ১১ টি কম্পিটেন্সি বেইসড বিষয়ে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদান করছে।
প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় সর্বোচ্চ সুবিধা নিশ্চিতের পাশাপাশি উন্নত ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের জন্যও সাপোর্ট দিচ্ছে। একারণেই শিক্ষার্থীরা প্রতি বছর ভাল রেজাল্ট করছে এবং উচ্চ শিক্ষা এবং ক্যারিয়ারে অভূতপুর্ব সাফল্য অর্জন করছে।ম্যানগ্রোভ ইনষ্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি । Mangrove Institute of Science and Technology. নিজেদের কার্যক্রম ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের-এর অধীনে পরিচালিত ইম্পেরিয়াল কলেজ অব টেকনোলজির ৫টি বিষয়ে বিএসসি প্রোগ্রাম পরিচালনা করছে।
ম্যানগ্রোভ ইনষ্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি । Mangrove Institute of Science and Technology
নীতিবাক্যঃ | মানসম্মত শিক্ষা, জ্ঞান ও চরিত্র | |
ধরনঃ | বেসরকারি | |
স্থাপিতঃ |
|
|
চেয়ারম্যান: |
এস.এম. সাইফুল ইসলাম | |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গঃ | ১২০ | |
শিক্ষার্থীঃ | ৩০০০+ | |
সহ-সভাপতি : | এমডি বদিউজ্জামান | |
অবস্থানঃ | জেসর রোড, বোকালী, খুলনা, 9000, বাংলাদেশ | |
শিক্ষাঙ্গনঃ | শহুরে , | |
রঙসমূহঃ | সাদা | |
মাসকটঃ | Industrial Building | |
ওয়েবসাইটঃ | www.mangrove.edu.bd |
ম্যানগ্রোভ ইনষ্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি ইতিহাস
MIST প্রতিষ্ঠিত হয় ২০০৫ সালের ২৬শে জুন এবং বর্তমান প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ সোহেল উদ্দিন। ২০০৯ সালে প্রতিষ্ঠানটির নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু করে। বর্তমানে এখানে ১৫ টি অনুষদে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং বিভিন্ন শর্ট কোর্সে অধ্যয়নরত আছে মোট ৩৩০০ শিক্ষার্থী।
আরো দেখুন
ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট । Daffodil Polytechnic Institute
ম্যানগ্রোভ ইনষ্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি অবস্থান
জেসর রোড, বোকালী, খুলনা, 9000, বাংলাদেশ
বিস্তারিত জানতে গুগোল ম্যাপে দেখুন
ম্যানগ্রোভ ইনষ্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি যোগাযোগ ব্যবস্থা
যোগাযোগের ঠিকানা হল-
- Mangrove Institute of Science and Technology (MIST)
- Contact :88-041-2850524
- খান-এ-সবুর রোড, খুলনা – যশোর – হাইাকা হাইওয়ে, খুলনা-৯০০০
- Email :momen.mist@yahoo.com
- Website :www.mangroveinstitute.com
ম্যানগ্রোভ ইনষ্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি ক্যাম্পাস

একাডেমিক ভবন
২০০৯ সালে ম্যানগ্রোভ ইনষ্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি তার নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু করে।
বর্তমানে এদের দুটি ভবন রয়েছে। এর একটি ২৬০০০ স্কয়ার ফিটের পাঁচতলা ভবন, অপরটি ৩২০০০ স্কয়ার ফিটের নয়তলা ভবন। এছাড়া নয়তলা বিশিষ্ট আরও একটি ভবনের কাজ শীঘ্রই শুরু হবে।
ক্যাম্পাসে রয়েছে সমৃদ্ধ লাইব্রেরি, ৩৩ টি আধুনিক ল্যাব এবং ওয়ার্কশপ, অডিটোরিয়াম, ক্যাফেটেরিয়া, ৪ টি হোস্টেল ভবন, পার্কিং ব্যবস্থা সহ সুসজ্জিত ক্যাম্পাস প্রাঙ্গণ ।
এখানে বিভিন্ন আধুনিক সুবিধাগুলোর মধ্যে রয়েছে জেনারেটর, ফ্রি ওয়াইফাই, কম্পিউটারাইজড ম্যানেজমেন্ট সিস্টেম, নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা প্রভৃতি।
ডিপ্লোমা কোর্সসমূহ
বর্তমানে প্রতিষ্ঠানটিতে মোট ১৫ টি বিষয়ে ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। এগুলো হল-
* এয়ারক্রাফট মেন্টেইনেন্স ইঞ্জিনিয়ারিং
* গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ন মেকিং
* আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন
* অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং
* শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং
* পাওয়ার ইঞ্জিনিয়ারিং
* সিভিল ইঞ্জিনিয়ারিং
* কম্পিউটার ইঞ্জিনিয়ারিং
* ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
* ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
* মেরিন ইঞ্জিনিয়ারিং
* মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
* টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
* রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং ইঞ্জিনিয়ারিং
* হসপিটালিটি এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট
কর্মশালা
ম্যানগ্রোভ ইনস্টিটিউটে ৪ টি নির্মানাধীন ল্যাব – ওয়ার্কশপ ছাড়াও বিভিন্ন টেকনোলজির ব্যাবহারিক ক্লাসের জন্য রয়েছে ৩১ টি আধুনিক ল্যাব এবং ওয়ার্কশপ। এর মধ্যে রয়েছে-
* এডভান্স কম্পিউটার ল্যাব
* সফটওয়্যার ল্যাব
* হার্ডওয়্যার ল্যাব
* নেটওয়ার্ক ল্যাব
* টেস্টিং ল্যাব
* সার্ভেইং ল্যাব
* ড্রয়িং ল্যাব
* টেস্টিং ল্যাব
* সার্কিট ল্যাব
* মাইক্রোপ্রসেসর এন্ড ডিজিটাল ল্যাব
* কমিউনিকেশন ল্যাব
* নিটিং এন্ড স্পিনিং ল্যাব
* টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল ল্যাব
* ইয়ার্ন এন্ড ফেব্রিক ল্যাব
* ডাইং এন্ড ওয়েট প্রসেসিং ল্যাব
* সুইং ল্যাব
* প্যাটার্ন মেকিং ল্যাব
* প্রিন্টিং ল্যাব
* আর্কিটেকচার স্টুডিও
* কেমিস্ট্রি ল্যাব
* ফিজিক্স ল্যাব
* মেকানিক্যাল ওয়ার্কশপ
* মেরিন ওয়ার্কশপ
* অটোমোবাইল ওয়ার্কশপ
* টাইলস এন্ড মার্বেল ওয়ার্কস প্রাকটিস শপ
* ওয়েল্ডিং ওয়ার্কশপ
* বেসিক ওয়ার্কশপ
* মেইন্টেইনেন্স এন্ড ইন্সটলেশন ওয়ার্কশপ
* প্লাম্বিং এন্ড পাইপ ফিটিংস ওয়ার্কশপ
* ম্যাসনরি প্রাকটিস ওয়ার্কশপ
* সেন্ট্রাল টুলস শপ
লাইব্রেরি
MIST-এর রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত একটি সমৃদ্ধ লাইব্রেরি। ১৪০০০ টেক্সট বই এবং ২০০০ রেফারেন্স বই নিয়ে সমৃদ্ধ এই লাইব্রেরিতে আরও আছে ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার। এর ফলে শিক্ষার্থীরা বিভিন্ন ডিজিটাল কন্টেন্ট এবং ই-বুক পড়তে এবং ডাউনলোড করারও সুযোগ পায়। বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা প্রতি সেমিস্টারে কোর ডিপার্টমেন্টাল বই ছাড়া অন্য সকল বই এই লাইব্রেরি থেকে বিনামূল্যে পেয়ে থাকে। প্রতি সেমিস্টার ফাইনাল শেষে পুরাতন সেমিস্টারের বই জমা দিয়ে নতুন সেমিস্টারের বই নিতে হয়।
বেতন
কোর্সের সময়সীমা
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার কোর্স চার বছরে হয়ে থাকে।
এছাড়া বিভিন্ন ট্রেড কোর্স ও রয়েছে যেগুলো কারিগরী শিক্ষা বোর্ড থেকে কন্ট্রোল করা হয়। এগুলোকে শর্ট কোর্স ও বলা হয়ে থাকে।
আরো দেখুন
সিটি পলিটেকনিক ইনস্টিটিউট । City Polytechnic Institute
ভর্তি যোগ্যতা
বাংলাদেশ কারিগরি বোর্ডের নীতিমালা অনুসারে যেকোন বিভাগ থেকে এসএসসি এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ম্যানগ্রোভ ইনষ্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজিতে ভর্তি হতে পারবে। তবে এক্ষেত্রে শিক্ষার্থীকে উক্ত পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
এছাড়া এসএসসি এবং এইচএসসি তে বিজ্ঞান বিভাগে নূন্যতম জিপিএ ২.৫০ নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০১৬ প্রবিধান অনুযায়ী সরাসরি যেকোন বিভাগে তৃতীয় সেমিস্টারে ভর্তি হতে পারবে।
শিক্ষা ব্যবস্থা
এখানে শিক্ষাবর্ষ আটটি সেমিস্টার নিয়ে গঠিত। একাডেমিক কোর্স পরিচালিত হয় ক্রেডিট সিস্টেমের উপর ভিত্তি করে।
ক্লাসের সময়সূচী
ম্যানগ্রোভ ইনষ্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি-এ ডিপ্লোমা কোর্সের ক্লাসগুলো দুই শিফটে হয়।
ছাত্র সংগঠন
শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশের জন্য রয়েছে বিভিন্ন ক্লাব এবং সংগঠন।
- ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব
- ম্যানগ্রোভ কালচারাল ক্লাব
- ম্যানগ্রোভ স্পোর্টস ক্লাব
- ম্যানগ্রোভ ডিবেট ক্লাব
- ম্যানগ্রোভ ব্লাড ডোনার ক্লাব
- ম্যানগ্রোভ কোডার্স ক্লাব
- এক্টিভ সিটিজেন ইয়ুথ লিডার্স
ম্যানগ্রোভ ইনষ্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি ছাত্রাবাস
এর রয়েছে নিজস্ব হোস্টেল ব্যাবস্থা। দূরের শিক্ষার্থীদের অধ্যয়ন বান্ধব পরিবেশে থাকা – খাওয়া নিশ্চিত করার জন্য তিনটি হোস্টেল রয়েছে এবং আরও একটি অত্যাধুনিক ভবন নির্মানের কাজ চলছে। ইনস্টিটিউটের হোস্টেলে যে সমস্ত সুবিধা রয়েছে সেগুলো হল-
* শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রতিটি হোস্টেলে রয়েছে সি সি ক্যামেরা।
* প্রতিটি হোস্টেল একাধিক শিক্ষকের তত্ত্বাবধানে পরিচালিত।
* হোস্টেলগুলোর খাবারের ব্যবস্থা বেশ ভালো।
* এছাড়া রয়েছে ক্লিনিং সার্ভিস, টিভি রুম, পত্রিকার ব্যবস্থা এবং নিজস্ব নিরাপত্তা কর্মী।
* দুর্বল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাড়তি ক্লাসের সুবিধা।
* নির্মানাধীন হোস্টেলটিতে ফ্রি ওয়াইফাই, জেনারেটর এবং লিফটের সুবিধা আছে।
ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।