Breaking News
Home / উচ্চশিক্ষা / ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ,এটি বাংলাদেশের প্রথম সারির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। ১৯৯১ সালের বেসরকারী বিশ্ববিদ্যালয় আইনের আওতায় বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা হয়।যে সব বিশ্ববিদ্যালয় সরকার দ্বারা পরিচালিত হয় না তাদের বেসরকারি বিশ্ববিদ্যালয় বলে। এধরনের বিশ্ববিদ্যালয় সাধারণত সরকার থেকে আর্থিক সাহায্য পায় না।

 

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)

১৯৯২ সালে বিশ্ববিদ্যালয়টি ডিগ্রি প্রদান শুরু করে। থাইল্যান্ডের অ্যাসাম্পশন ইউনিভার্সিটি অব ব্যাংকের সাথে তাদের সহযোগিতা চুক্তি রয়েছে। বিশ্ববিদ্যালয়টি অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ এর সদস্য।

নীতিবাক্য: An Environment Designed for Learning
ধরনঃ বেসরকারি বিশ্ববিদ্যালয়
স্থাপিতঃ ১৯৯১
উপাচার্য :

আচার্য:

অধ্যাপক ড. আবদুর রব

রাষ্ট্রপতি আব্দুল হামিদ

শিক্ষায়তনিক ব্যক্তিবর্গঃ ৫০০+
চেয়ারম্যান: জুবায়ের আলিম
প্রতিষ্ঠাতা: প্রফেসর ড. মো. আলিমউল্ল্যা মিয়ান
অবস্থানঃ
সেক্টর-১০, উত্তরা মডেল টাউন, ঢাকা, বাংলাদেশ
২৩.৮৮৮৩০৯° উত্তর ৯০.৩৯০৬৮১° পূর্ব
শিক্ষাঙ্গনঃ উত্তরা, ঢাকা
অধিভুক্তি: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ
সংক্ষিপ্ত নাম: আইইউবিএটি (IUBAT)
ওয়েবসাইটঃ iubat.edu

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি ইতিহাস

১৯৯১ সালের বেসরকারী বিশ্ববিদ্যালয় আইনের আওতায় বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা হয়।১৯৯২ সালে বিশ্ববিদ্যালয়টি ডিগ্রি প্রদান শুরু করে। থাইল্যান্ডের অ্যাসাম্পশন ইউনিভার্সিটি অব ব্যাংককের সাথে তাদের সহযোগিতা চুক্তি রয়েছে।

অবস্থান

সেক্টর-১০, উত্তরা মডেল টাউন, ঢাকা, বাংলাদেশ।

বিস্তারিত দেখুন গুগল ম্যাপে

যোগাযোগের ঠিকানা হল-

  • ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)
  • সেক্টর-১০, উত্তরা মডেল টাউন, ঢাকা, বাংলাদেশ
  • যোগাযোগ : +88 01714014933, 01756174477, 01939056290, 01700513586
  • ইমেইল : info@iubat.edu
  • ওয়েবসাইট :  iubat.edu

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি অনুষদ এবং বিভাগ সমূহ

প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ কৃষি অনুষদ https://cas.iubat.edu/ ব্যবসা প্রশাসন অনুষদ https://cba.iubat.edu/ নার্সিং অনুষদ https://cn.iubat.edu/
১.ডিপার্টমেন্ট অব কম্পিউটার ইঞ্জিনিয়ারিং cse.iubat.edu/ ১.ব্যাচেলর অব সাইন্স ইন এগ্রিকালচার ১.ব্যাচেলর অব বিসনেস অ্যাডমিনিস্ট্রেশন ১.ব্যাচেলর অব সাইন্স ইন নার্সিং (বাংলাদেশ নার্সিং কাউন্সিল অনুমোদিত)
২.ব্যাচেলর অব সাইন্স ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ,আইইবি অনুমোদিত) ২.মাস্টার অব বিসনেস অ্যাডমিনিস্ট্রেশন
৩.ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং
৪.ডিপার্টমেন্ট অব সিভিল ইঞ্জিনিয়ারিং https://ce.iubat.edu/
৫.ব্যাচেলর অব সাইন্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং (ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ,আইইবি অনুমোদিত)
৬.ডিপার্টমেন্ট অব ইলেক্ট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং https://eee.iubat.edu/
৭.ব্যাচেলর অব সাইন্স ইন ইলেক্ট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং
৮.ডিপার্টমেন্ট অব মেকানিকাল ইঞ্জিনিয়ারিং https://me.iubat.edu/
৯.ব্যাচেলর অব সাইন্স ইন মেকানিকাল ইঞ্জিনিয়ারিং

 

ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট অনুষদ https://cthm.iubat.edu/ কলা ও বিজ্ঞান অনুষদ https://caas.iubat.edu/
১.ব্যাচেলর অব আর্টস ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট ১.ব্যাচেলর অব আর্টস ইন ইকোনমিক্স
২.ব্যাচেলর অব আর্টস ইন ইংলিশ https://english.iubat.edu/

ক্যাম্পাস

আইইউবিএটির সুবৃস্তিত ক্যাম্পাসের আয়তন ৫.২ একর। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তুরাগ নদীর তীরে অবস্থিত।

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি ক্লাব সমূহ

বিশ্ববিদ্যালয়টির সর্বমোট ৮ টি ক্লাব আছে।

১. আইইউবিএটি রয়্যাল ক্লাব
২. আইইউবিএটি ব্লু
৩. আইইউবিএটি গোল্ড
৪. আইইউবিএটি জাগুয়ার
৫. আইইউবিএটি আইটি সোসাইটি
৬. আইইউবিএটি প্রোগ্রামিং ক্লাব
৭. আইইউবিএটি রোয়াক্ট ক্লাব
৮. আইইউবিএটি রোবোটিক্স ক্লাব

আইইউবিএটি আইটি সোসাইটি বিশ্ববিদ্যালয়র টির কম্পিউটার সায়েন্স এর বিশেষ কিছু ছাত্রছাত্রীদের নিয়ে একটা সুশৃঙ্খল কার্যনির্বাহী সংগঠন। যেটা স্টুডেন্ট রিলেশশীপ,ফিন্যান্স, একাডেমিক, কালচার, স্পোর্টস, পাবলিকেশন এবং মিডিয়া, ম্যাথ ক্লাব, পোগ্রামিং ক্লাব, রোবটিক্স ক্লাব নামে ৮ টি গ্রুপে বিভক্ত। যার মুল উদ্দেশ্য বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের একাডেমিক ও অন্যান্য কাজে সহযোগীতা করা।

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি  লাইব্রেরী

আইইউবিএটি লাইব্রেরি ছাত্র-ছাত্রীদের তথ্য সেবা এর প্রয়োজন মেটাতে ডিজাইন করা। যেটা ব্যবহার করতে আইইউবিএটি এর সকলকে উৎসাহ দেয়া হয়।বিশ্ববিদ্যায়টির সমস্ত ছাত্-ছাত্রী, শিক্ষক, গবেষক, বিশেষজ্ঞ এমনকি প্রাক্তন ছাত্র-ছাত্রীদের জন্য লাইব্রেরী ব্যবহার ও এর বিভিন্ন সেবা নেয়ার সুযোগ রয়েছে।তবে শিক্ষার্থীদের রিডিং রুমের সুবিধার জন্য তার পরিচয়পত্র দেখাতে হবে। এছাড়া কার্ডের মাধ্যমে নির্দিষ্ট সময় পর্যন্ত বই নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে।

বিশ্ববিদ্যালয়টির লাইব্রেরিতে আছে প্রায় ১৭,৭৭০ টি বই, ৭৬০ টি জার্নাল, ২৭৯৩ টি প্রাকটিকাম রিপোর্ট, ১২২ টি ক্যাসেট ও ৭০০ ডিভিডি এবং সিডি। লাইব্রেরিটি শীততাপ নিয়ন্ত্রিত এবং চেয়ার, টেবিল সহ পড়াশুনার অন্যান্য উপকরনে সমৃদ্ধ।

ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।

About E.H Emon

আস-সালামু আলাইকুম। আমার নাম মোঃ ইমদাদুল হক, এবং আমার ডাকনাম ইমন। আমি ঢাকার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আমি ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর সহকারী প্রতিষ্ঠাতা এবং পরিচালক। সব সময় আমার ইঞ্জিনিয়ার শিক্ষার্থীদের বিভিন্ন ইনফর্মেশন দিতে অত্যন্ত ভালো লাগে। সেই ভালোলাগা থেকেই এই ব্লগের উৎপত্তি।

Check Also

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) একটি সরকারি বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম শহর থেকে ২৫ কিমি দূরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *