Breaking News
Home / উচ্চশিক্ষা / ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম -(USTC)

ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম -(USTC)

ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম -(USTC) হচ্ছে একটি বাংলাদেশী বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান।যে সব বিশ্ববিদ্যালয় সরকার দ্বারা পরিচালিত হয় না তাদের বেসরকারি বিশ্ববিদ্যালয় বলে। এধরনের বিশ্ববিদ্যালয় সাধারণত সরকার থেকে আর্থিক সাহায্য পায় না।

 

ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম -(USTC)

নীতিবাক্য: পড়
ধরনঃ বেসরকারি বিশ্ববিদ্যালয়
স্থাপিতঃ ১৯৮৯
উপাচার্য :

আচার্য:

ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম

বাংলাদেশের রাষ্ট্রপতি

সংক্ষিপ্ত নাম: USTC
শিক্ষার্থী: > ১০,০০০
অবস্থানঃ
চট্টগ্রাম, বাংলাদেশ
শিক্ষাঙ্গনঃ শহুরে
অধিভুক্তি: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (বাংলাদেশ)
রঙসমূহ: বন্য সবুজ ও নীল
ওয়েবসাইটঃ www.ustc.ac.bd

ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম ইতিহাস

ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম ,বাংলাদেশের একটি প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ১৩ মে, ১৯৮৯-এ একটি বেসরকারী দাতব্য সংস্থার পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয়েছিল। পূর্বে এটি ইনস্টিটিউট অফ অ্যাপ্লায়েড হেলথ সায়েন্সেস (IAHS) হিসাবে শুরু হয়েছিল, পরে এটি প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট জারি করার পরে একটি পূর্ণ পর্যায় বিশ্ববিদ্যালয় হিসাবে ইউএসটিসি-তে উন্নীত হয়। , ১৯৯২। ২০১৮ সালের জানুয়ারিতে IAHS-এর নাম পরিবর্তন করে ডাঃ নুরুল ইসলাম মেমোরিয়াল ইনস্টিটিউট অফ অ্যাপ্লাইড হেলথ সায়েন্স রাখা হয়।

USTC এর অবস্থান

এএইচএস জাকির
হোসেন রোড, ফয়’স লেক, খুলশী, চট্টগ্রাম ৪২০২

বিস্তারিত দেখুন গুগল ম্যাপে

যোগাযোগের ঠিকানা হল-

  • ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম
  •  ফয়’স লেক, খুলশী, চট্টগ্রাম ৪২০২, বাংলাদেশ
  • যোগাযোগ : 031-659070 – 71 (109)
  • ইমেইল :registrar@ustc.ac.bd
  • ওয়েবসাইট :  www.ustc.ac.bd

ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম অনুষদ এবং বিভাগ সমূহ

  • বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি অনুষদ
  • চিকিৎসা অনুষদ
  • মৌলিক মেডিকেল ও ফার্মাসিউটিকেল বিজ্ঞান অনুষদ
  • ইংরেজি শিক্ষা অনুষদ
  • ব্যবসায় প্রশাসন অনুষদ
  • সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদ
  • প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তিবিদ্যা অনুষদ

USTC এর শিক্ষক ও শিক্ষার্থী

১৯৮৯ এ ইউএসটিসি শুরুর সময় মাত্র দুইজন অধ্যাপক ও নয়জন প্রভাষক ছিলেন। কিন্তু এখন পূর্ণসময় পাঠদানকারী শিক্ষকের সংখ্যা ১৪৮জন। ইউএসটিসিতে ৫হাজার শিক্ষার্থী আছেন। তার মধ্যে ৮৫%বিদেশী যারা ভারত (প্রধানত কাশ্মীর, আসাম ও মনিপুর), নেপাল, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ভুটান, জর্দান, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ (অল্পসংখ্যক) এবং ফিলিস্তিন থেকে এসেছেন।

ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম লাইব্রেরী

ইউএসটিসিতে আছে ৬ তলা গ্রন্থাগার ভবন। গ্রন্থাগারটিতে ৩টি শাখা আছে যাতে একসাথে ১৫০জন পাঠক পড়তে পারেন। ইউএসটিসি এর সংগ্রহ খুব সমৃদ্ধ। যথা-

১. বই ৬৭৯১ +
২.জার্নাল ৫২২১ +
৩. বই ব্রিটিশ কাউন্সিল দ্বারা দীর্ঘমেয়াদী ঋণের মাধ্যমে সরবরাহ করা হয়েছে, চট্টগ্রাম ৫০ কপি নবায়নযোগ্য।
৪. অডিও ও ভিডিও ক্যাসেট ১০০ +
৫. রেফারেন্স উৎস ১৯০ +

USTC এর মিলনায়তন

ইউএসটিসির অন্যতম অদ্বিতীয় সুবিধা হচ্ছে এর মিলনায়তন কক্ষটি। কক্ষটি সম্পূর্ণ শীতাতপনিয়ন্ত্রিত এবং এর ধারণক্ষমতা ১হাজার জন। এখানে ১হাজার দর্শক ধারণক্ষমতার একটি গ্যালারিও আছে।

ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।

 

About E.H Emon

আস-সালামু আলাইকুম। আমার নাম মোঃ ইমদাদুল হক, এবং আমার ডাকনাম ইমন। আমি ঢাকার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আমি ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর সহকারী প্রতিষ্ঠাতা এবং পরিচালক। সব সময় আমার ইঞ্জিনিয়ার শিক্ষার্থীদের বিভিন্ন ইনফর্মেশন দিতে অত্যন্ত ভালো লাগে। সেই ভালোলাগা থেকেই এই ব্লগের উৎপত্তি।

Check Also

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) একটি সরকারি বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম শহর থেকে ২৫ কিমি দূরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *