ডিপ্লোমা কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার উচ্চ শিক্ষা পেশাগত দায়িত্ব।সভ্যতার বিকাশে বিস্ময়কর আবিষ্কার কম্পিউটার। শুরু থেকেই মানুষের কম্পিউটারের প্রতি আগ্রহ ছিল এবং আছে। বর্তমানে শিক্ষার্থীদের কাছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়টি সর্বোচ্চ প্রাধান্য পেয়ে থাকে।সিএসই পড়তে গেলে যেই জিনিসটা খুবই দরকারী সেটা হলো ক্রিয়েটিভিটি, প্যাশন, লিডারশীপ কোয়ালিটি কারণ মাথায় রাখতে হবে সবসময় সিএসই অন্য যে কোন সাবজেক্টের চাইতে কিছুটা আলাদা।
ডিপ্লোমা কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার উচ্চ শিক্ষা পেশাগত দায়িত্ব
বর্তমানে এমন কোন সেক্টর নেই যেটা কম্পিউটারাইজড করা হচ্ছে না, আর যেখানেই কম্পিউটারাইজড সিস্টেম, সেখানেই সিএসই! এটি হলো এমন একটি সাবজেক্ট যেটাতে সনদের চেয়ে যোগ্যতায় বেশী দেখা হয়, আপনি কোন জায়গা থেকে পাশ করলেন সেটা কোন বিষয়না, এমনকি কয় বার পরীক্ষা দিয়ে পাশ করলেন সেটাও কিছু না, আপনি কি পারেন সেটাই একমাত্র বিষয়, ভার্সিটি, কলেজ তেমন কাজে লাগে না। তাই যেখানেই সিএসই পড়েন কোন সমস্যা নয়, আপনি কি কাজ পারেন সেটাই মুখ্য। সারা পৃথিবীতে সিএসই জব সেক্টর সবচেয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে।বিশ্বের উন্নত দেশগুলোর পাশাপাশি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশেও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়টি প্রথম সারিতে রয়েছে।
ডিপ্লোমা কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং হলো কম্পিউটার এবং কম্পিউটিংয়ের পাশাপাশি তাদের তাত্ত্বিক এবং ব্যবহারিক অ্যাপ্লিকেশনগুলির গবেষণা। এটি গণিত, প্রকৌশল, অ্যালগরিদম সূত্র, সফ্টওয়্যার এবং হার্ডওয়্যার ডেভেলপমেন্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ ফাংশনগুলিতে যুক্তির মূলনীতি প্রয়োগ করে। অর্থাৎ কম্পিউটার সম্পর্কিত পড়াশোনা এবং গবেষণাই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যাকে সংক্ষেপে সিএসই বলা হয়। ধরা-বাধা কাঠামোগত সিলেবাস পড়ে এসে বিশ্ববিদ্যালয়ে মুখস্থবিদ্যার মাধ্যমে পাস করার বিষয় নয়। এটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে বুঝেশুনে পড়া এবং সমস্যা সমাধানের বিষয়। CSE পড়তে হলে ৩টা স্কিল থাকতে হবে।
১. গণিতের মোটামুটি দক্ষতা।
২. নতুন কিছু করার উদ্ভাবনী চিন্তা।
৩. প্রোগ্রামিং করার প্যাশন এবং ধৈর্য্য।
ধৈর্য না থাকলে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাব্জেক্টে ভালো করা কঠিন হয়ে দাঁড়াবে। কারণ এখানে প্রব্লেম সলভিং এবং কোডিং-এর মতো বিষয় রয়েছে। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যক যা এড়িয়ে চলা অসম্ভব।
আরো দেখুন
ডিপ্লোমা ফুড ইঞ্জিনিয়ারিংঃ ক্যারিয়ার, উচ্চ শিক্ষা, পেশাগত দায়িত্ব
ডিপ্লোমা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংঃ ক্যারিয়ার, উচ্চ শিক্ষা, পেশাগত দায়িত্ব
ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংঃ ক্যারিয়ার, উচ্চ শিক্ষা, পেশাগত দায়িত্ব
কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং(CSE) অথবা কম্পিউটার এন্ড ইনফরমেশন টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্স একই বিষয়ের একেক নাম বলতে পারেন। বর্তমান সময়ে কম্পিউটার সায়েন্স ভর্তি হওয়া বেশ কঠিন। কম্পিউটার সায়েন্স এ লেখাপড়া করে কেউ বেকার থাকেনা।এ সাবজেক্টের বিষয়বস্তু হল-সফটওয়ার তৈরির বিভিন্ন কৌশল, কম্পিউটার ও কম্পিউটার নিয়ন্ত্রিত বিভিন্ন যন্ত্রপাতি তৈরির কৌশল ।
এছাড়াও অটোমেশন এর বিভিন্ন কৌশল, কমিউনিকেশন এর বিভিন্ন ধাপ ও কৌশল শেখানো হয় কম্পিউটার সায়েন্সে।
ডিপ্লোমা কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার উচ্চ শিক্ষা পেশাগত দায়িত্ব

ডিপ্লোমা কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং কোথায় করবেন
ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য বাংলাদেশে যে কয়েকটি বিশ্ববিদ্যালয় সুবিধাজনক অবস্থা তৈরি করেছে। বাংলাদেশে যতগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে; এর মধ্যে গুটিকয়েক প্রতিষ্ঠানের ‘সিএসই’ বিভাগ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) স্বীকৃতির আওতাভুক্ত
- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
ফোন: ৮৮৫২০০০,
ওয়েবসাইট: www.northsouth.edu - ব্র্যাক বিশ্ববিদ্যালয়
ফোন: ৮৮২৪০৫১-৪,
ওয়েবসাইট: www.bracuniversity.ac.bd - আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (এআইইউবি)
ফোন: ৯৮৯৭৩৮৭, ৯৮৯৪২২৯
ওয়েবসাইট: www.aiub.edu - ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়
ফোন: ৯৮৮২৩০৮,
ওয়েবসাইট: www.ewubd.edu - ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)
ফোন: ৯১২৫৯১২-৬,
ওয়েবসাইট: www.uiu.ac.bd - ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
ফোন: ৯৬৬৪৯৫২,
ওয়েবসাইট: www.uap-bd.edu - ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
ফোন: ৯১৩৮২৩৪-৫ - গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ
ফোন: ০১৭৫৭০৭৪৩০১, ০১৭৫৭০৭৪৩০২
০১৭৫৭০৭৪৩০৩, ০১৭৫৭০৭৪৩০৪
ওয়েবসাইট: www.green.edu.bd - স্টামফোর্ড ইউনিভার্সিটি
ফোন: ৮১৫৩১৬৮-৬৯,
ওয়েবসাইট: www.stamforduniversity.edu.bd - ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব)
ফোন: ৯৬৬-১৩০১, ০১৭১৪১৬১৬১৩
ওয়েবসাইট: www.ulab.edu.bd
ভর্তির যোগ্যতা
চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হতে হলে একজন শিক্ষার্থীর অবশ্যই বিজ্ঞান বিষয়ে পড়াশোনা থাকতে হবে। বিজ্ঞান বিভাগ থেকে যারা এসএসসি ও এইচএসসি পাস করেছে তারা এই বিভাগে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তবে বিশ্ববিদ্যালয়ভেদে ভর্তির যোগ্যতা ও অন্যান্য নিয়ম ভিন্ন। তাই যার যে বিশ্ববিদ্যালয় পছন্দ সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিস্তারিত তথ্যাবলী জেনে নিতে হবে। কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং পড়তে হলে সবচেয়ে যে বিষয়টি গুরুত্ত দিতে হবে তা হল-
- গনিতে দক্ষতা
- লজিকাল অপারেশন
- ইলেক্ট্রনিক্স
- পরিশ্রম
বিএসসি কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
বাংলাদেশের প্রায় সবকয়টি Public বিশ্ববিদ্যালয়-ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, BUET ইত্যাদি।
এবং দেশের প্রায় সবকয়টি বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেমন- (RUET, DUET, KUET, CUET), সিলেট প্রযুক্তি ও প্রকৌশল, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, টাঙ্গাইল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায়। সেই সাথে দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোতে Computer Science অথবা Computer Science and Engineering অথবা Computer & Information Technology বিষয় হিসেবে পড়ানো হয়।
এ ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন কলেজ এ ৪ বছরের বি. এস-সি ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। যার সার্টিফিকেট রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রদান করে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হল রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, পাবনা ইঞ্জিনিয়ারিং কলেজ, টিএম.এস.এস ইঞ্জিনিয়ারিং কলেজ ইত্যাদি।
তবে দেশের বাইরে বিশ্বের প্রায় সবদেশেই এটি পড়ানো হয়। বর্তমানে বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী কানাডা, চায়না ও মালয়েশিয়ায় উচ্চশিক্ষার জন্য যাচ্ছে।
আরো দেখুন
ডিপ্লোমা আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিংঃ ক্যারিয়ার, উচ্চ শিক্ষা, পেশাগত দায়িত্ব
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংঃ ক্যারিয়ার, উচ্চ শিক্ষা, পেশাগত দায়িত্ব
ডিপ্লোমা এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিংঃ ক্যারিয়ার, উচ্চ শিক্ষা, পেশাগত দায়িত্ব
কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্র
বর্তমানে দেশে আরও বেশি সংখ্যায় নতুন উদ্যোগপতি গড়ে তোলার উপরে বিশেষ জোর দিচ্ছে সরকার। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লে সফল উদ্যোগপতি হওয়ারও সুযোগ আছে। সরকারি চাকরি করা যাঁদের লক্ষ্য তাঁরা GATE পরীক্ষার মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা (যেমন BHEL, BSNL, HPCL) এবং ভারতীয় রেলে চাকরির সুযোগ পাবেন। ব্যাংকেও প্রচুর কাজের সুযোগ আছে।
ডি ইঞ্জিনিয়ার্স নিউজ এর পোর্টালে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ পোর্টাল ভিজিট করুন এবং ফেসবুক পেজে লাইক/ফলো দিয়ে রাখুন।
One comment
Pingback: ডিপ্লোমা ফুড ইঞ্জিনিয়ারিংঃ ক্যারিয়ার, উচ্চ শিক্ষা, পেশাগত দায়িত্ব -